ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

করোনায় বাংলাদেশে সরকারি হিসাবের চেয়ে ৫ গুণ বেশি মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ভিডিও)

করোনায় বাংলাদেশে সরকারি হিসাবের চেয়ে ৫ গুণ বেশি মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ভিডিও)

করোনাভাইরাস

আশেকীন প্রিন্স, রিপোর্টার

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৯:২১ | আপডেট: ০৬ মে ২০২২ | ০৯:৩০

দুই বছর পর অনেকটাই কমে এসেছিল করোনা মহামারির দাপট। দেশে-দেশে শীথিল হয়েছিল বিধিনিষেধ। এরই মধ্যে বিস্ফোরক তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের দাবি, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশই লুকিয়েছে করোনায় প্রাণহানির সঠিক সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, সরকারি গণনার ৫ গুণ বেশি মৃত্যু হয়েছে বাংলাদেশে। এই সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখেরও বেশি। 

তথ্য গায়েবের তালিকার শীর্ষে আছে প্রতিবেশি দেশ ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, সরকারি নথির চেয়ে অন্তত ১০ গুণ বেশি মানুষ মারা গেছে দেশটিতে। ৫ লাখ মৃত্যুর হিসাব দেখালেও বিভিন্ন রাজ্যে মারা গেছে অন্তত ৪৭ লাখ মানুষ। যা বিশ্বের মোট মৃত্যুর ৩ ভাগের এক ভাগ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পরিসংখ্যানের ৩ গুণ বেশি প্রাণহানি ঘটেছে বিশ্বে। ২০২১ সাল পর্যন্ত বিশ্বে দেড় কোটি মানুষের মৃত্যুর দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে তুলনায় সরকারি গণনায় উঠে এসেছে কেবল ৫৪ লাখ।

আরও পড়ুন: ‘মাংস, রুটি বা লুচি খাওয়ার পরপরই দ্রুত মিষ্টিজাতীয় খাবার নয়’

আরও পড়ুন

×