ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৪

করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৪

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১১:৫২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

তবে একই সময়ে দেশে করোনায় ৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনে।

বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ২২৬টি এবং পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২১২টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ। আর দেশে করোনা শনাক্তের পর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

✪ আরও পড়ুন: ঈদের ছুটি শেষেও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারবে মানুষ: নৌ প্রতিমন্ত্রী

এদিকে দেশে একদিনে করোনায় সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ নিয়ে করোনায় মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জনে দাঁড়ালো।

২০১৯ সালের শেষদিকে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত। পরে কয়েক মাসের মধ্যে তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। আর দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় সেই বছরের ১৮ মার্চ।

সম্পর্কিত

আরও পড়ুন

×