ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঈদের ছুটি শেষ, আজ খুলছে অফিস

ঈদের ছুটি শেষ, আজ খুলছে অফিস

ঈদের ছুটি শেষ, আজ খুলছে অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৩:০৪ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৯:১৯

বুধবার (৪ মে) ছিল ঈদের ছুটির শেষ দিন। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি।

এবার শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই গত বৃহস্পতিবার (২৮ মে) শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। তাই আজ কর্মস্থলে যোগ দিবেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা।

তবে যারা ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে গেছেন তারা আগামী শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম চালু হতে রোববার (৮ মে) লেগে যাবে।

যদিও ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। থাকেনা তেমন কোন ব্যস্ততা। ব্যাংকে জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা লেনদেন হয় না।

এদিকে স্বজনদের সঙ্গে ঈদের দিন কাটিয়েই বুধবার (৪ মে) থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। এক দিন পরই ফেরার আক্ষেপ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে এক কর্মী জানান, বেসরকারি চাকরি, জবাবদিহি বেশি। তাই কাজে ফিরতে হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার খোলা থাকবে অফিস। যদিও তার পরেই আবার দুই দিন ছুটি পাব, কিন্তু এই এক দিন অফিস করার জন্যই স্বজনদের ছেড়ে ঢাকায় আসতে হলো।

উল্লেখ্য, ৩ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের ছুটি। বৃহস্পতিবার এক দিন খোলা থাকার পর আবার (৬ ও ৭ মে) দুই দিন সাপ্তাহিক ছুটি।

 আরও পড়ুন: রং বদলায়নি গ্রামের ঈদ উৎসবে

আরও পড়ুন

×