ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঈদ জামাতে কাবা প্রাঙ্গণ লোকে লোকারণ্য, ছিলেন সৌদি বাদশাহ ও যুবরাজ

ঈদ জামাতে কাবা প্রাঙ্গণ লোকে লোকারণ্য, ছিলেন সৌদি বাদশাহ ও যুবরাজ

কাবা প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত। ছবি সৌজন্যে সৌদি প্রেস এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১২:০৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৪৪

এর আগে গত অক্টোবর থেকেই শিথিলতা জারি করা হয়। কারণ ততদিনে করোনার প্রকোপ কমে এসেছিল। তাছাড়া সিংহভাগ সৌদি নাগরিকদের দুই ডোজ করে টিকাও দেয়া হয়ে গিয়েছিল। আল-অ্যারাবিয়া ইংলিশ

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতর উদযাপিত হয় সৌদি আরবে। দেশটিতে ঈদের ছুটিও ঘোষণা করা হয় এটির ওপর নির্ভর করে।


প্রতি বছর সারা বিশ্বের মুসলিমরা পবিত্র রমজানের এক মাস রোজা, প্রার্থনা এবং ইবাদত-বন্দেগির পর ঈদুল ফিতর উদযাপন করেন। ইসলামী হিজরি ক্যালেন্ডারের নবম মাস শাওয়াল। এই মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়। হিজরি বর্ষ ৩৫৪ থেকে ৩৫৫ দিনের হয়ে থাকে এবং ১২ মাস নিয়ে গঠিত।


ঈদের নামাজ শেষে সৌদি নাগরিকরা পরিবারের সঙ্গে উদযাপনে মেতে ওঠে। বাড়ির ছোটদের ঈদের দিন সালামী কিংবা খেলনা, কাপড় ইত্যাদি উপহার দেয়। 


এদিন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন। 


নামাজ শেষে বাদশাহ ও যুবরাজ মিলে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তাদেরকে সংবর্ধনাও দেয়া হয়।

আরও পড়ুন

×