ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সন্ধ্যায় ফের হানা দিতে পারে বেরসিক বৃষ্টি

সন্ধ্যায় ফের হানা দিতে পারে বেরসিক বৃষ্টি

ছবি সংগৃহীত

আবহাওয়া ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৬:২৩ | আপডেট: ০৩ মে ২০২২ | ০৭:৪০

রংপুর, রাজশাহী ও খুলনার আকাশ মেঘে ঢেকে গেছে। বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে মেঘমালা। ফলে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

ধীরে ধীরে মেঘমালাটি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। এতে চট্টগ্রাম ও সিলেটেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকায় প্রতি ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। প্রায় দেশজুড়ে বৃষ্টি হয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে তা ঝরেছে। 

আরও পড়ুন: আলোচিত তেঁতুলতলা মাঠে রেকর্ডসংখ্যক মুসল্লির ঈদের নামাজ আদায়

তিনি বলেন, এখন ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়াজুড়ে মেঘমালা অবস্থান করছে। সেটি চট্টগ্রামের দিকে যাচ্ছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। যেসব এলাকায় এখনও হয়নি, সেসব স্থানে তা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×