ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শোয়েব আখতারের গতির রেকর্ড দুইবার ভাঙার দাবি পাকিস্তানি পেসারের

শোয়েব আখতারের গতির রেকর্ড দুইবার ভাঙার দাবি পাকিস্তানি পেসারের

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১০:১৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

আরও পড়ুন: মেয়ের নাম জানালেন টাইগার পেসার তাসকিন

তবে পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ সামির দাবি, তিনি এই রেকর্ড ভেঙেছেন। একবার নয় দুইবার। শনিবার (১ মে) পাক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সামি বলেন, ‘একটি ম্যাচে আমি দুইটি ডেলিভারি করেছিলাম ঘণ্টায় ১৬০ কিমির বেশি গতিতে। একটি ছিল ১৬২, অন্যটি ১৬৪! এরপর আমাকে বলা হলো যে স্পিড গান কাজ করছে না, তাই এগুলো হিসেবে আনা হবে না। তাই এ বলগুলো রেকর্ড হিসেবে রাখা হয়নি’

পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৮৭ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সামি। ক্যারিয়ারজুড়ে নিয়মিতই ১৪৫-১৫০ কিমি. প্রতি ঘণ্টা বেগে বোলিং করেছেন তিনি। তিন ফরম্যাট মিলে সামির উইকেটসংখ্যা ২২৭টি।

আরও পড়ুন

×