ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

লিওনেল মেসি ক্যারিয়ারে কয়টি ট্রফি জিতেছেন?

লিওনেল মেসি ক্যারিয়ারে কয়টি ট্রফি জিতেছেন?

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৮:৪২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

মাত্র ১৭ বছর তিন মাস ২২ দিনে বার্সেলোনা মূল দলে অভিষেক হয় তার। ২০০৪ সালের ১৬ অক্টোবর এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় ক্যারিয়ার শুরু করেন এই তারকা। বর্তমানে পিএসজির ফরোয়ার্ড হিসেবে খেলা মেসি তার ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে প্রথম শিরোপা জিতেন ২০০৪-০৫ মৌসুমে। 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ থেকে আয়ের শীর্ষে সালাহরা

সে সময় কাতালান ক্লাবটির ম্যানেজার ছিলেন ফ্রাঙ্ক রিজকার্ড। ২০০৫-০৬ মৌসুমে মেসি বার্সেলোনার হয়ে প্যারিসে আর্সেনালকে হারিয়ে জিতেন তার প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। শেষ ষোলতে চেলসির বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট মাঠ ছাড়েন এই তারকা। ইনজুরি মেসিকে এতোটাই হতাশ করে যে জয়ের পর সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপন করতেও মাঠে আসেননি তিনি। পরে অবশ্য এর জন্য অনুশোচনা করতে হয়েছে মেসিকে। 

মেসি ২০০৯  সালে বার্সেলোনার হয়ে সেক্সটুপল জিতেছিলেন। সেবার কাতালান ক্লাবটি সেই বছরের সবগুলো টুর্নামেন্টে অংশ নিয়ে জিতে নেয় সবগুলো ট্রফি। এছাড়াও ২০১৫ সালে মেসির আরও একবার সেক্সটুপল জেতার সুযোগ ছিলো। কিন্তু সুপার কোপা ডি এস্পানায় অ্যাথলেটিক বিলবাওর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় মেসিদের। মেসি তার ক্যারিয়ারে দুইবার ট্রেবলসহ ( ২০০৮-০৯ এবং ২০১৪-১৫ ) একবার সেক্সটুপল (২০০৯) জিতেছেন।

বার্সেলোনার হয়ে মেসি তার ক্যারিয়ারে শেষ শিরোপা জিতেন ২০২১ সালের ১৭ এপ্রিল। কোপা দেল রেতে বাস্ক-ক্লাবকে ৪-০তে হারায় বার্সা, যেখানে মেসি পান জোড়া গোল। এছাড়াও লিগ ওয়ানের চলমান মৌসুমে জিতে নিয়েছেন নিজের প্রথম শিরোপা। 

এক নজরে মেসির ক্লাব ক্যারিয়ারের শিরোপা

মৌসুম

প্রতিযোগিতা

ক্লাব

২০০৪-০৫

লা লিগা

বার্সেলোনা

২০০৫

সুপারকোপা ডি এস্পানা

বার্সেলোনা

২০০৫-০৬

লা লিগা

বার্সেলোনা

২০০৫-০৬

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্সেলোনা

২০০৬

সুপারকোপা ডি এস্পানা

বার্সেলোনা

২০০৮-০৯

লা লিগা

বার্সেলোনা

২০০৮-০৯

কোপা দেল রে

বার্সেলোনা

২০০৮-০৯

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্সেলোনা

২০০৯

সুপারকোপা ডি এস্পানা

বার্সেলোনা

২০০৯

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্সেলোনা

২০০৯

ফিফা ক্লাব বিশ্বকাপ

বার্সেলোনা

২০০৯-২০১০

লা লিগা

বার্সেলোনা

২০১০

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্সেলোনা

২০১০-২০১১

লা লিগা

বার্সেলোনা

২০১০-২০১১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্সেলোনা

২০১১

সুপারকোপা ডি এস্পানা

বার্সেলোনা

২০১১

উয়েফা সুপার কাপ

বার্সেলোনা

২০১১

ফিফা ক্লাব বিশ্বকাপ

বার্সেলোনা

২০১১-২০১২

কোপা দেল রে

বার্সেলোনা

২০১২-২০১৩

লা লিগা

বার্সেলোনা

২০১৩

সুপারকোপা ডি এস্পানা

বার্সেলোনা

২০১৪-১৫

লা লিগা

বার্সেলোনা

২০১৪-১৫

কোপা দেল রে

বার্সেলোনা

২০১৪-১৫

উয়েফা চ্যাম্পিয়নস লীগ

বার্সেলোনা

২০১৫

উয়েফা সুপার কাপ

বার্সেলোনা

২০১৫

ফিফা ক্লাব বিশ্বকাপ

বার্সেলোনা

২০১৫-১৬

লা লিগা

বার্সেলোনা

২০১৫-১৬

কোপা দেল রে

বার্সেলোনা

২০১৬

সুপারকোপা ডি এস্পানা

বার্সেলোনা

২০১৬-১৭

কোপা দেল রে

বার্সেলোনা

২০১৭-১৮

লা লিগা

বার্সেলোনা

২০১৭-১৮

কোপা দেল রে

বার্সেলোনা

২০১৮

সুপারকোপা ডি এস্পানা

বার্সেলোনা

২০১৮-১৯

লা লিগা

বার্সেলোনা

২০২০-২১

কোপা দেল রে

বার্সেলোনা

২০২১-২২

লিগ ওয়ান

পিএসজি

আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির শিরোপা

লিওনেল মেসির ক্লাব ফুটবলের মতো জাতীয় দলের অর্জন ততটা সমৃদ্ধ নয়। জাতীয় দলের জার্সি গায়ে মেসি দিতেছেন দুইটি শিরোপা। ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে সোনা জয়ের পর গেল বছর ব্রাজিলকে হারিয়ে জিতে নেয় কোপা আমেরিকার শিরোপা।

সাল

প্রতিযোগিতা

২০০৮

অলিম্পিক  সোনা

২০২১

কোপা আমেরিকা

 

 

সম্পর্কিত

আরও পড়ুন

×