ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

তুই বলায় দু’পক্ষের মারামারিতে বৃদ্ধ নিহত

তুই বলায় দু’পক্ষের মারামারিতে বৃদ্ধ নিহত

আটক সুজন

লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১২:২৯ | আপডেট: ০৫ মে ২০২২ | ১২:৩৫

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের ভুঁইয়া মার্কেটে স্থানীয় বাপ্পি ও পাশবর্তী জামিরতলী গ্রামের ফরিদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে বাপ্পির পক্ষ নিয়ে ফরিদের সঙ্গে তর্কে জড়ায় তার (ফরিদের) বন্ধু ইমরান। এ সময় বাপ্পি ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবক ইমরানকে মারধর করে। পরে ইমরান বাড়িতে এসে তার মামাদের ঘটনাটি বললে তারা বাপ্পিকে মুঠোফোনে ডেকে আনেন। এ সময় আবার ইমরানকে মারধর করতে গেলে তার বৃদ্ধ নানা চাঁন মিয়া বাধা দেয়। এ সময় হামলায় (কিল ঘুষি ও লাথি) ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এলাকায় গিয়ে সুজন নামের একজনকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন:৫ টাকা ভাড়া না দেয়ায় রিকশাচালকের পাঁচ ঘুষিতে যাত্রীর মৃত্যু

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ একজনকে আটক করেছে, অন্য জড়িতদের গ্রেপ্তার ও পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×