ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

সংগৃহীত ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১১:৪২ | আপডেট: ০৫ মে ২০২২ | ১১:৩৭

আরও পড়ুন: ফাঁকা বাসায় গ্রিল কেটে স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

একদিনে দেশে কোনো কোভিড রোগীর মৃত্যু না হওয়ায় মহামারির মধ্যে টানা চর্তুদশ দিন মৃত্যুহীন পার করেছে বাংলাদেশ। এতে আগের মতই মৃত্যুর সংখ্যা রয়েছে ২৯ হাজার ১২৭ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৪২ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩ জন।

২০১৯ সালের শেষদিকে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত। পরে কয়েক মাসের মধ্যে তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। আর দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় সেই বছরের ১৮ মার্চ।

আরও পড়ুন

×