ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চলতি মাসেই বৈঠকে বসছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী

চলতি মাসেই বৈঠকে বসছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

জাতীয় ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১০:৫৩ | আপডেট: ০৫ মে ২০২২ | ১০:৫৪

জয়েন্ট কনসালটেটিভ কমিশনের নাকি দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এতে আঞ্চলিক কানেকটিভি ইস্যু প্রাধান্য পাবে।’

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক আগামী ২৭ থেকে ২৯ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে।

শিলংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স আগামী ২৮ ও ২৯ মে নদী বিষয়ক আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করেছে। এতে যোগ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনও সেখানে আমন্ত্রণ পেয়েছেন। সেসময়ে দুই প্রতিবেশি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে।

নিজ দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি বাড়ানোর চেষ্টা করছে ভারত। গত কয়েক বছর ধরেই এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। সেই লক্ষ্যেই ওই অঞ্চলে বৈঠকে হবে।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষেও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারবে মানুষ: নৌ প্রতিমন্ত্রী

গত ২৮ এপ্রিল ঢাকা সফর করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সেসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। 

ওই সময়ই ড. মোমেনকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ভারত সফরের আমন্ত্রণ জানান ড. জয়শঙ্কর।

সম্পর্কিত

আরও পড়ুন

×