ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আইনি জটিলতায় ঢাকার চারপাশে নদীরক্ষা প্রকল্পে গতি নেই (ভিডিও)

শফিকুল ইসলাম সবুজ

প্রকাশ: ০৩ মে ২০২২ | ১৭:৪১ | আপডেট: ০৩ মে ২০২২ | ১৮:৩১

এই ঘটনা ঢাকা চারপাশের নদী রক্ষা প্রকল্পের শুধু এ অংশে নয়, এমন নানা জটিলতায় অনেক জায়গায় বন্ধ আছে কাজ। বলা চলে মহাসমারহে শুরু হওয়া প্রকল্পের কাজ এখন চলছে অনেকটা মন্থর গতিতে। আগামী বছর পর্যন্ত কাজের মেয়াদ  থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র ৩৫ শতাংশ।

বিআইডব্লিউটিএর পর্যবেক্ষণ বলছে, এজন্য সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বাধা, সীমানা জটিলতা ও ব্যক্তিপর্যায়ে বাধাই বড় কারণ। যদিও নদীতীরের বাসিন্দারা বলছেন, রেকর্ডসূত্র নিজেদের নামে থাকা জমিতে প্রকল্পের কাজ করতে হলে দিতে হবে ক্ষতিপূরণ।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, আইনীভাবেই সমাধান করা হবে এসব জটিলতা।

ঢাকার চারপাশে নদী রক্ষায় প্রায় ১২শ' কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালে জুনে। এখন পর্যন্ত কাজের বাস্তব অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ।

আরও পড়ুন: এ যেন বাধাহীন আনন্দের অন্যরকম উপলক্ষ্য (ভিডিও)

আরও পড়ুন

×