ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

কুকুর-বিড়ালের জন্য স্বপ্নবাজ তিন তরুণের হোটেল 'ফারিঘর'

কুকুর-বিড়ালের জন্য স্বপ্নবাজ তিন তরুণের হোটেল 'ফারিঘর'

কুকুর-বিড়ালের জন্য স্বপ্নবাজ তিন তরুণের হোটেল 'ফারিঘর'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১৫:৩২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

হঠাৎ ক্যামেরার লেন্স দেখে ডেকে উঠলো কুকুরটি। মালিক তাকে এই হোটেলে রেখে ঈদ পালন করতে গেছেন। 'ফারিঘর' নামে মিরপুরে হোটেলটি গড়ে ওঠে গত ফেব্রুয়ারিতে। যারা বিভিন্ন প্রাণী পুষতে ভালোবাসেন কিন্তু ঢাকা অথবা দেশের বাইরে যাওয়ার সময় কোথায় রেখে যাবেন তাদের জন্যই তিন স্বপ্নবাজ তরুণের এই নতুন আইডিয়া।

কারও বিড়াল, কারও বা কুকুর। সব রাখা হয়েছে নির্ধারিত ডরমিটরিতে। কেউ ঘুমুচ্ছে কারও চেষ্টা ঘুম থেকে ওঠার। কারও পেটে ভীষণ ক্ষুধা। কোন প্রাণীর প্রয়োজন যত্মের। সব মিলছে এক এখানে।

 

নির্দিষ্ট অর্থের বিনিময়ে এখানে যে কেউ তার পোষা প্রাণীটি রেখে যেতে পারবেন। পশুপ্রেমীরা গৃহপালিত কুকুর বিড়াল নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলেও তাদের জন্য রয়েছে সুব্যবস্থা।

এই ঈদে ২৬ বিড়াল ও দুটি কুকুর রয়েছে এখানে। ভবিষ্যতে আরও বড় পরিসরের চিন্তা ফারিঘরের মালিকদের।

আরও পড়ুন: বাচ্চা বুকের দুধ খাচ্ছে না, ৯৯৯ এ মায়ের ফোন! (ভিডিও)

আরও পড়ুন

×