বাহুবলে ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, আহত ৩০
ফেসবুকে দেওয়া একজনের স্ট্যাটাসকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার স্নানঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।