পুঁজিবাজার থেকে ৪ হাজার কোটি টাকার পুঁজি উধাও
টানা দু’সপ্তাহ চার কার্যদিবস লেনদেনের পর মার্চের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে মোট পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। মাসের প্রথম সপ্তাহে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এসবের ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ২ হাজার ৫০ কোটি ৯০ লাখ ৩৭২ টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূলধন কমেছে ২ হাজার ২৫০ কোটি ৯০ লাখ ৬ হাজার টাকা।