রকিবুলের ব্যাটে মোহামেডানের আরেকটি জয়
একটা ব্যাপার এবারের লিগে বেশ ধারাবাহিক। দলের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল টানা ব্যর্থ হচ্ছেন, রকিবুল হাসান বড় রান পাচ্ছেন এবং তাদের দল মোহামেডান সাফল্য পাচ্ছে! খেলাঘরকে ৪ উইকেটে হারিয়ে মোহামেডান চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতলো। যথারীতি মোহাম্মদ আশরাফুল এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ! আর টানা দ্বিতীয় ম্যাচেও দলের জয়ে ব্যাট হাতে নায়ক অভিজ্ঞ রকিবুল হাসান।