যোগীর রাজ্যে প্রকাশ্যে জুতোপেটা দুই বিজেপি নেতার মধ্যে
নামে সত্যিই অনেক কিছু আসে যায়! প্রথমে উত্তপ্ত বাদানুবাদ। তারপর জুতো খুলে প্রকাশ্যে মার। প্রথম দফায় জুতো খেয়ে, তারপর পাল্টা শুরু কিল চড়চাপাটি। এটা রাস্তার কোনো সাধারণ মানুষের ঘটনা নয়। দুই পক্ষই উত্তরপ্রদেশের শাসকদল বিজেপির জনপ্রতিনিধি।