ধানমন্ডি, মতিঝিল, উত্তরায় চালু হচ্ছে চক্রাকার বাস
আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে রাজধানীর ধানমন্ডি, মতিঝিল ও উত্তরা এলাকায় চক্রাকার বাস সার্ভিস চালু করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ঢাকা শহরের যানজট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৩ মার্চ) ঢাকা মহানগরীর পরিবহন খাতে শৃঙ্খলা আনায়ন, বাস রুট রেশনালাইজেশন, কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে গঠিত কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এসব তথ্য জানান।