লাফিয়ে কমছে মন্ত্রী-এমপিদের কোম্পানির শেয়ারের দাম
মুনাফা হচ্ছে কিংবা অদূর ভবিষতে হবে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের নিরষ্কুশ জয়ের খবরে ‘হুজুগে’ দাম বাড়ে ২২ মন্ত্রী-এমপির ২৯ কোম্পানির শেয়ারের। এসব কোম্পানির শেয়ারের দাম এখন লাফিয়ে লাফিয়ে কমছে।