‘জিন’: প্রাণের স্পন্দন?
‘জিন’ শব্দটি নিয়ে আজকাল বিজ্ঞানের জগতে ব্যাপক আলাপ-আলোচনা ও গবেষণা হচ্ছে। এই ‘জিন’, জ্বীন-পরি-ফেরেশতা নয়, এই ‘জিন’ হলো আমাদের শরীর গড়ার নকশা। বহু ক্ষেত্রে জীবের আচরণও জিনের চরিত্রের দ্বারা নির্ধারিত হয়। জিনের যথেষ্ট ফারাক থেকে দুইটি জীবের ভিন্নতা চিহ্নিত করা সম্ভব।