শেষ পর্যন্ত গ্রামবাসীই রাস্তা সংস্কারে নামলেন
সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা ক্লাব মোড় থেকে বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা। সংস্কারের অভাবে রাস্তাটির কোথাও আস্ত নেই। খানা-খন্দে ভরা রাস্তাটিতে চলাচল করতে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পার্শ্ববর্তী বেতনা নদীর চরে গড়ে ওঠা ইটভাটার ট্রলি আর ট্রাকের কারণে রাস্তাটি ধ্বংস হয়ে গেছে।