ডাকসু: ভিসির বাড়ির সামনে ভোট বর্জনকারীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ভোট বর্জনকারীরা। ভোট বর্জন করে ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে পৃথক মিছিল নিয়ে সোমবার (১১ মার্চ) দুপুরে ভিসি চত্বরে জড়ো হন ছাত্রদল, প্রগতিশীল ছাত্র ঐক্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ফেডারেশন ও স্বাধীকার স্বতন্ত্র পরিষদের নেতাকর্মীরা।