গুগলে কানাডার রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ
কানাডার আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নীতিমালা জারি করেছে দেশটির সরকার। দেশটির কোনো রাজনৈতিক বিজ্ঞাপন গুগলে প্রচার করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১৮ ডিসেম্বরে ‘সি-৭৬’ শীর্ষক একটি বিল পাস হয়। ওই বিলে রাজনৈতিক ও অন্যানা বিজ্ঞাপন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচার করতে নিবন্ধন করার বিধান রাখা হয়।