'গীতাঞ্জলি অপেরা'র কান্ডারি তকরিম খানের গল্প
১৯৭২ সালে তকরিম খাঁন, কুষ্টিয়া শহরতলী শালদহের আলাউদ্দিন ও অধ্যাপক আব্দুর রশীদ তিনজন মিলে প্রতিষ্ঠা করেন 'গীতাঞ্জলি অপেরা'। এই যাত্রাদলে তকরিম খাঁন পরিচালক ও প্রধান খলনায়কের চরিত্রে একটানা অভিনয় করে সারাদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেন।