বৃষ্টিতে ধুঁয়ে গেলো ওয়েলিংটন টেস্টের প্রথমদিন
বৃষ্টিতে বাতিল হয়ে গেলো ওয়েলিংটন টেস্টের প্রথমদিনের পুরোটাই। শুক্রবার (৮ মার্চ) ভোর থেকেই ওয়েলিংটনের আকাশ জুড়ে সেই যে বৃষ্টি নামলো তাতেই সাঙ্গ হয়ে গেলো প্রথম দিনের খেলা। এমনই মুষলধারে বৃষ্টি ঝরে যে দুই দলের খেলোয়ায়াড়রা মাঠেই যাননি! টস পর্যন্ত হয়নি।