কোকা-কোলা খান, বিশ্বকাপে যান!
ক্রিকেটপ্রেমীদের জন্য আকর্ষণীয় এই উদ্যোগের ঘোষণা দিয়েছে জনপ্রিয় পানীয় কোম্পানী কোকা-কোলা। যে প্রচারণার নাম দেয়া হয়েছে ‘ইংল্যান্ডে যাও, স্টেডিয়াম মাতাও’! বুধবার রাজধানীর স্থানীয় এক হোটেলে চমকপ্রদ এই ঘোষণা দেয়। মাঠে বসে বিশ্বকাপ দেখার আনন্দ পেতে নিচে দেয়া এই নিয়ম অনুসরণ করুন। কো জানে-আপনিই হতে পারে এই সৌভাগ্যবানদের প্রথমজন!