আজ নারী দিবস: বেতন বৈষম্যের শিকার শুঁটকি মহালের নারীরা
আজ (৮ মার্চ) বিশ্ব নারী দিবস। এ দিবসকে ঘিরে দেশব্যাপী বিভিন্ন শ্রেণি পেশাজীবীদের নানা আয়োজন আছে। তবে কক্সবাজার নাজিরারটেকের শুঁটকি মহালের নারী শ্রমিকদের অভিযোগ, পেটের দায়ে ও সংসার চালাতে তারা পুরুষের সমান কাজ করেও ন্যায্য মজুরি পান না। তাই তারা দ্রুত এই বৈষম্যের অবসান চান।