পাবনায় মুক্তিযুদ্ধ ও ইতিহাস সমৃদ্ধ 'স্বাধীনতা সোপান'
২৬ মার্চ আর ১৬ ডিসেম্বর, এই দৈর্ঘ্য প্রস্থেই নির্মাণ করা হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলা চত্বরে 'স্বাধীনতা সোপান'। ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এ মুক্তমঞ্চ। এতে অর্থায়ন করেছে উপজেলা পরিষদ।