প্রভাবশালীদের সহায়তায় রাজধানীতে চলছে নিষিদ্ধ ইজিবাইক
নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেকটা নিরুপায় হয়েই যাত্রী উঠছে এই ঝুঁকিপূর্ণ ইজিবাইকে। ৪ জনের বাহনে জোর করে বসানো হচ্ছে ৮ জন। চাপাচাপি আর গাদাগাদি করে বসায় দেহের অনেক অংশই থাকছে ইজিবাইকের বাইরে, তবুও যেন দেখার কেউ নেই।