উপজেলা ভোটে বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা ছক
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ এলাকা ও বিশেষ এলাকায় (পার্বত্য অঞ্চল, দ্বীপাঞ্চল ও হাওর) পৃথক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ভোটের মাঠে থাকবেন। ইসির পরিকল্পনা অনুযায়ী ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।