ইয়াসিরের সেঞ্চুরির ম্যাচে ‘নায়ক’ আবাহনীর সাইফুদ্দিন
ব্রার্দাসের ব্যাটসম্যান ইয়াসির আলী নিজেকে ‘ বেচারা’ ভাবতেই পারেন! এক লড়াই করেও দলকে জেতাতে পারলেন না দারুণ ফর্মে থাকা মিডলঅর্ডার এই ব্যাটসম্যান। ১১২ বলে অপরাজিত ১০৬ রান করেন ইয়াসির। কিন্তু তার সঙ্গীরা যে কেউ শেষের হিসেব মেলাতে পারলেন না!