ব্রেইন টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেলের আবেগাপ্লুত স্ট্যাটাস
কথায় আছে বিপদেই নাকি বন্ধু চেনা যায়। দুঃসময়ের এসে অনেক বন্ধুকে পাশে পেয়েছেন মোশাররফ হোসেন রুবেল। জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার ব্রেইন টিউমারে আক্রান্ত। এই দুঃসংবাদ শুনেই তার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। সবার প্রতিই এখন কৃতজ্ঞ রুবেল।