শেষ ওভারে জিতলো রূপগঞ্জ
শাহরিয়ার নাফীস যখন ৫৯ রানে আউট হলেন তখনো ম্যাচ জিততে লিজেন্ডস অব রূপগঞ্জের চাই ১০ রান। বল বাকি ৮টি। উইকেট হাতে তিনটি। সেই বাধা টপকে গেলো রূপগঞ্জ শেষের দুই ব্যাটসম্যান মুক্তার আলী ও মোহাম্মদ শহীদের ব্যাটে। ম্যাচ জিতলো ১ উইকেটে, শেষ ওভারের পঞ্চম বলে!