শফিউল-রকিুবলের ম্যাচে মোহামেডানের জয়
শেষের সেই নাটকীয়তায় জিতলো মোহামেডান। আর ব্যাট হাতে দলের এই জয়ের নায়ক অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল হাসান। তার হার না মানা ৮২ রানের চওড়া ব্যাটেই মোহামেডান ৩ উইকেটে হারালো গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। তবে ম্যাচ সেরার কৃতিত্বে রকিবুলের ৮২ রানকে পেছনে ফেললেন পাঁচ উইকেট শিকারি শফিউল ইসলাম।