পাবনায় হিন্দু পরিবারের জায়গা দখলের অভিযোগ
পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় হিন্দু পরিবারের বাড়ির জায়গা ষড়যন্ত্র করে দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি ভুক্তভোগী স্থানীয় কেজি সাহা রোডের মৃত অসিত বসাক সাহা চৌধুরীর ছেলে রতন বসাক সাহা চৌধুরী পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।