শেখ জামাল ধানমন্ডি হারছেই, জিতলো ব্রাদার্স
ধানমন্ডির ইনিংস শেষ হয় ১৮০ রানের সামান্য স্কোরে। মিরপুরের উইকেট স্লো, কিন্তু এই অল্পস্বল্প রান করতে ব্রার্দাসকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। জয়ের জন্য রান যা করার তার সিংহভাগই করেন ব্রাদার্স ওপেনার মিজানুর রহমান। ৭১ বলে ৭১ রান করে মিজানুর যখন ফিরেন তখন ম্যাচ ব্রাদার্সের মুঠোয়। মিডলঅর্ডারে চিরাগ জানির অপরাজিত ৫০ এবং দারুণ ফর্মে থাকা ইয়াসির আলী রাব্বীর ৩৫ বলে অপরাজিত ৩২ রান ব্রার্দাসকে ৭ উইকেটের সহজ এনে দেয়।