মুশফিক খেলছেন না, তামিম খেলবেন-আশায় অধিনায়ক
নিউজিল্যান্ড সফরে ইনজুরির ‘বলয়’ থেকে বেরিয়ে আসতেই পারছে না বাংলাদেশ। সেই ওয়ানডে সিরিজ থেকেই শুরু-প্রায় প্রতি ম্যাচের আগেই ইনজুরি আর প্রেসক্রিপসান যোগাড়ের খবর! জানা গেলো তামিম ইকবালও ভুগছেন চোট সমস্যায়। তবে তার চোটের মাত্রা একটু হালকা। তাই আশা হারাচ্ছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়েলিংটন টেস্টে তামিম ইকবাল খেলবেন সেই প্রত্যাশাই করছেন তিনি। তবে মুশফিক রহিমের সার্ভিস যে ওয়েলিংটন টেস্টেও পাওয়া যাচ্ছে না সেটাও নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ।