কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে স্থবির বেরোবি
১০ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারা। বুধবারের (১৩ মার্চ) এই কর্মসূচিতে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও যোগ দেন। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের শেখ রাসেল চত্বরে কর্মবিরতি পালন করেন তারা। তাদের এই কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।