১৩৪ দেশে বাংলাদেশের মিশন নেই
'জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ৫৮টি দেশে বাংলাদেশের ৭৭টি মিশন আছে। এছাড়া ভারতের চেন্নাই এবং রুমানিয়ার বুখারেস্টে মিশন চালুর প্রশাসনিক সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ হিসেবে জাতিসংঘভুক্ত এখনো ১৩৪টি দেশে বাংলাদেশের কোন কূটনীতিক মিশন নেই।'