এক তরফা ম্যাচ, আবাহনীর বড় জয়
আবাহনীর ২৮৫ রানের জবাবে উত্তরা স্পোর্টিং ক্লাব ৯৬ অলআউট। ১৮৯ রানে আবাহনীর এই জয় জানাচ্ছে ছিঁটেফোঁটাও ম্যাচ জমেনি। গোটা ম্যাচ থেকে শুধু টসে জয়ের সুখ নিয়েই ফিরতে পেরেছে উত্তরা। ব্যাট-বলে আবাহনীর অভিজ্ঞতার সামনে হাওয়ায় উড়ে গেছে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব।