তিন সেঞ্চুরির ম্যাচে শেষ হাসি রূপগঞ্জের
এই ম্যাচে বোলাররা পুরোপুরি বেচারা হয়ে রইলেন! ব্যাটকে মুগুর বানিয়ে বল পেটালেন ব্যাটসম্যানরা। রূপগঞ্জের ওপেনিং জুটিতে যোগ হলো ১৭.২ ওভারে ১৩২ রান। এই শক্ত ভিত্তির ওপর বিশাল স্কোর দাড় করালো লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনার নাঈম শেষ ১০৮ বলে চলতি লিগে নিজের প্রথম সেঞ্চুরি করলেন। ৬ ছক্কা ও ৮ বাউন্ডারিতে নাঈমের ১২২ রানের সেঞ্চুরি সাহস যোগালো অভিজ্ঞ নাঈম ইসলামকেও। মাত্র ৯৮ বলে তার ব্যাটেও ১০৮ রানের ঝলমলো সেঞ্চুরির হাসি। এই দুজনের সেঞ্চুরির উপর চড়ে রূপগঞ্জের স্কোরবোর্ড রানে ফুলে ফেঁপে উঠলো ৭ উইকেটে ৩৫৭ রানে। চলতি লিগে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর।