১০৭ রানের জবাবে ৯৪ অলআউট!
সকালে ব্যাট করতে নামা শেখ জামালের শুরুটা হলো ভয়াবহ বাজে। ৪৭ রানে নেই শুরুর ৫ উইকেট। সেই ধস কেউ আর সামাল দিতে পারলো না। সাত নম্বরে ব্যাট করতে নামা জিয়াউর রহমান ৫৮ বলে ২ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৪১ রান করায় কোন মতো তিন অংকের ঘরে পৌছায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্কোর। দলের সাতজন ব্যাটসম্যানের কেউ ডাবল ফিগারেও পৌছাতে পারেননি।