খুলনায় দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট
খুলনার ডুমুরিয়ায় দোতলা বাড়ির গ্রিল ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে মারাত্মক আহত হয়েছেন ওই বাড়ির মালিক নারায়ণ রাহা (৭১)। শনিবার (৯ মার্চ) ভোররাত ৪টার দিকে উপজেলার চাকুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নারায়ণ জানান, ভোররাতে বেশ কয়েকজন ডাকাত বাড়িতে ঢোকে। তারা গলায় অস্ত্র ঠেকিয় চাবি নিয়ে আলমারি খোলে। স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ টাকার মালামাল লুট করে তারা।