মাসুদ আজহার পাকিস্তানেই- মিলল দেশটির নেতাদের বক্তব্যে
ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের বিশেষায়িত বাহিনী সিআরপিএফের গাড়িবহরে হামলা চালিয়ে ফের আলোচনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদ (জেইএম)। পাকিস্তানেন মদদে জেইএম এ হামলা করছে বলে ভারত দাবি করলেও তা বরাবরই অস্বীকার করছে পাকিস্তান।