সাফের সেমিতে বাংলাদেশের মেয়েরা
সহজ সমীকরণ ছিল সামনে-জিতলেই শেষ চার নিশ্চিত। ভুটানের বিপক্ষে সেই ম্যাচটাতেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। খেলার প্রথমার্ধ গোলশূন্য! অন্য কিছু হবে না তো আজ-এমন ভাবনার মুখেই খুলে গেল ভুটানের গোলমুখ। শেষ পর্যন্ত অনায়াসেই জয় তুলেছে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বয়স ভিত্তিক ফুটবলে আরো একবার দুর্দান্ত ফুটবলের পসরা সাজিয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা পেয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারের টিকিট।