এমন বৃষ্টির টেস্ট ‘একদিন’ হেরেছিলো বাংলাদেশ!
ওয়েলিংটনের বেসিন রিজার্ভ পার্কের উইকেট কেমন হবে সেটা প্রায় সবার জানা। এমন সবুজ উইকেটে যে কোন দলই আগে এখানে বোলিং করতে চাইবে। আর পেছনের দুদিনের বৃষ্টিতে এই উইকেটে আগে বোলিং করার যুক্তিটা আরো বেশি দৃঢ় হয়েছে। তৃতীয়দিনেও বৃষ্টিতে খেলা শুরু হবে কিনা-তা এখনো নিশ্চিত নয়, কিন্তু এই ম্যাচের একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাংলাদেশ কোচ; টস!