মনোনয়ন না পেয়েও ন্যাম ভবন ছাড়েননি সাবেক এমপিরা
দশম সংসদের মেয়াদ শেষ হয়েছে আরও দুই মাস আগে। নতুন সরকার গঠন শেষ হয়েছে সেও দুই মাস হতে চলল। এবার বেশকিছু সংসদীয় আসনে নতুন মুখ এসেছে। কাজেই নতুনদের জন্য পুরনোদের বাসা ছেড়ে দিতে হবে এটাই রেওয়াজ। তাছাড়া যিনি এমপি হতে পারেননি তার তো সরকারি বাসায় থাকারও কথা নয়।