নারীর ক্ষমতায়নে সরকার ভিত রচনা করেছে: শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, নারীদের অধিকার নারীদেরই আদার করে নিতে হবে। নারীর ক্ষমতায়নে সরকার ভিত রচনা করেছে। কর্মক্ষেত্রে নারীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে যাচ্ছে সরকার। পুরুষের পাশাপশি নারীরা আজ সমান তালে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকালে খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।