বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২
অ্যাপেল এবং স্যামসাংয়ের স্মার্টওয়াচ যখন বাজার নিজেদের করে নিয়েছে, তখন বিগত বছরে ঘটা করে ঘোষণা করলেও সেই বছর বাজারে আসে নি ‘ হুয়াওয়ে ওয়াচ জিটি’।
প্রযুক্তির রাজত্বে নিজেদের অবস্থান শীর্ষে ধরে রেখেছে অ্যাপেল। আর এই অ্যাপেলর পণ্যের নাম শুনলেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মাথায় আসে উচ্চমূল্যের দামের কথা।