বিফলে গেল কোহলির ৪১তম সেঞ্চুরি
রান করা একেবারে সহজ! চমকাবেন না, কথাটি বিরাট কোহলির জন্য বলা। অন্য ব্যাটসম্যানরা যেখানে সংগ্রাম করেন সেখানেই তার ব্যাটে বরাবরই থাকে রান উৎসব। ক্যারিয়ারের শুরু থেকেই দাপট দেখিয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার আরেকটি শতরান তুলে নিয়েছেন কোহলি। যদিও শেষ অব্দি ভারত অধিনায়কের সেঞ্চুরিটি বিফলেই গেল!