ডাকসু নির্বাচন পুনরায় করা সম্ভব নয়: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের পুনরায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ভোট বর্জনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, প্রগতিশীল ছাত্র ঐক্য, ছাত্র ফেডারেশন, স্বতন্ত্র স্বাধিকার পরিষদ ও অন্য সব স্বতন্ত্র প্রার্থীরা পুনঃনির্বাচনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেন। এ সময় উপাচার্যের সঙ্গে আলোচনা করেন তারা।